চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভা

20

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা, গণপরিষদ ও সাবেক সংসদ সদস্য, সংগঠনের প্রধান উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে এক স্মরণ আলোচনা সভা গত ২২ জুলাই সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল স্মৃতিচারণ করেন পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, সংগঠক জসিম উদ্দীন চৌধুরী, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, শিক্ষিকা সঙ্গীতা চৌধুরী, লুপর্ণা মুৎসুদ্দী, ডাঃ ডি.কে, ঘোষ, সুমন চৌধুরী, সুকুমার দে, কাকলী দাশগুপ্ত, ছাত্রনেতা মঞ্জুর আলম, শিহাবুর রহমান। সভায় বক্তারা বলেন, মরহুম জননেতা ইসহাক মিয়া চট্টগ্রামের একজন অভিভাবকতুল্য আদর্শ রাজনীতিবিদ ছিলেন। আজীবন বঙ্গবন্ধুর আদর্শে দেশের মানুষের কল্যাণে নিজের সাধ্যানুযায়ী কাজ করে গেছেন। নিজেকে লোভ লালসার উর্দ্ধে উঠে সত্যিকারের মহান নেতা হিসেবে ভূমিকা রেখে গেছেন। আমৃত্যু তিনি স্বাধীনতার স্বপক্ষে, বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী রাজনীতির ঐক্যের প্রতীক হিসেবে চট্টগ্রামের রাজনীতিতে অনন্য ভূমিকা রেখে গেছেন। বিজ্ঞপ্তি