চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষা উপকরণ বিতরণ

308

বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্টান উপলক্ষে এক আলোচনা সভা আজ ২২ ডিসেম্বর ২০১৯ ইং রোববার বিকেল সাড়ে ৪টায় একাডেমি মঞ্চে অনুষ্টিত হয়। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে ও প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্টিত শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার সহকারী পরিচালক এ.কে এম ইয়াহিয়া ও সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল। অনুষ্টানের শুরুতে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুদুর রহমানকে মানপত্র তুলে দেন শিশু প্রতিনিধি সামিহা চৌধুরী। শেষে শিশু একাডেমি পরিচালিত চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুদুর রহমান বলেন, আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাদের সমান অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। লেখাপড়ার পাশাপাশি আনন্দ-বিনোদনে উৎসাহ দিতে পারলে তারা আগামীতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। সকল ধরণের শিশু নির্যাতন ও বাল্য বিবাহ রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি