চট্টগ্রাম শিশু কিশোর পূজা উদ্যাপন পরিষদের সভা

24

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ এর চেয়ারম্যান আবদুচ সালাম বলেছেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও বর্তমানে তা সার্বজনীন উৎসব। এই উৎসবকে বাঙালী জাতির আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন শারদীয় দুর্গোৎসব শ্বাশত ঐতিহ্যের ধারাবাহিকতায় মানুষের মাঝে তৈরি করেছে মেলবন্ধন। এই বন্ধনকে দলমত নিবিশেষে সকল বাঙালিকে অক্ষুন্ন রাখতে হবে বলে উল্লেখ করেন সালাম। তিনি দুর্গাপূজায় দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। শিশু কিশোর পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে সনাতন ধম্বাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসবের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ এর চেয়ারম্যান আবদুচ সালাম এসব কথা বলেন। সংগঠনের সভাপতি বাবু বাবলু দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি বাবু দিলিপ দাশ, সাধারন সম্পাদক বাবু সঞ্জয় দাশ, চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু লিটন দাশ, সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ, খোকন দাশ, প্রদীপ দাশ, দীপক দাশ, শ্যামল দাশ, সুমন দাশ, জয় দত্ত, মিঠু দাশ সহ সংগঠনের সদস্যবৃন্দ ও অসংখ্য পূজার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দ্বীপশিখা নৃত্যাদান ও নটরাজ নৃত্যগোষ্টির সদস্যরা মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি