চট্টগ্রাম রোটারী সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

72

কাজীর দেউড়ী নূর আহমেদ সড়কের সিজেকেএস শপিং সেন্টারে গত ২৩ নভেম্বর চট্টগ্রাম রোটারী সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন ও রোটারী জেলা-৩২৮২ গভর্নর রোটারিয়ান এম আতাউর রহমান পীর। ফলক উন্মোচনের পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্যে চসিক মেয়র বলেন, রোটারিয়ানরা মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, আর সেই কাজগুলো আরো বেশি প্রায়োগিক ও বাস্তবিক করতে সকলে মিলে একসাথে কাজ করতে রোটারী সেন্টার চট্টগ্রামের যাত্রা। এই কেন্দ্র বাংলাদেশের রোটারী জগতের আর্কাইভ হয়ে থাকবে। সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব চিটাগং এর সভাপতি রোটারিয়ান মোহাম্মদ মুসলিম পিপিএম। সঞ্চালনা করেন রোটারিয়ান দেবদুলাল ভৌমিক। বক্তব্য দেন সাবেক জেলা গভর্নর ৩২৮০ এম এ আউয়াল, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান রোটারীয়ান জসিম উদ্দিন চৌধুরী, এডি. লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান মাহফুজ, এডি. লে. গভর্নর রোটারিয়ান শাহজাহান সহ বিভিন্ন রোটারী ক্লাবের সভাপতিবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন রোটারী জেলা অফিসিয়াল ও রোটার‌্যাক্টবৃন্দ। বিজ্ঞপ্তি