চট্টগ্রাম রোটারি সেন্টারের অগ্রগতি নিয়ে আলোচনা

153

রোটারি ৩২৮২ জেলা কর্ণফুলী জোনের প্রেসিডেন্ট (২০১৯-২০)দের উদ্যোগে ‘চট্টগ্রাম রোটারি সেন্টার’ গড়ে তোলার চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল গত ১৪ মে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জামালখানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ‘চট্টগ্রাম রোটারি সেন্টার’ বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবায়ক রোটারি ক্লাব অব খুলশীর সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্ব সভায় সূচনা বক্তব্য দেন কর্ণফুলী জোন প্রেসিডেন্ট (২০১৯-২০) ফোরামের প্রেসিডেন্ট মেরিন সিটির ক্যাপটেন ফয়সাল আজিম। সভায় আরও উপস্থিত ছিলেনÑ চিটাগাংয়ের মোহাম্মদ মুসলিম, ডাউন টাউনের আবুল কালাম আজাদ, ইসলামাবাদের ইঞ্জিনিয়ার আলতাফ মোহাম্মদ হান্নান, এলিটস’র আমিনুল হক বাবু, লেক ভিউ’র ফেরদৌস আরা বেগম, সিটির এড. জহির উদ্দীন মাহমুদ, রয়েলসের জামাল উদ্দীন আহমেদ, কমার্শিয়াল সিটির শহীন আলম সরকার, ওশান বøু’র ইঞ্জি. মোহাম্মদ নাসির উদ্দীন, পাইওনিয়ারের সুদীপ কুমার চন্দ, এনসিয়েন্ট চিটাগাংয়ের অরবিন্দু চৌধুরী, রোজ গার্ডেনের শায়লা মাহমুদ, বেঙ্গল সিটির জসীম উদ্দিন, সুগন্ধার শাহ আলম প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন চিটাগাং হিলটাউনের দেবদুলাল ভৌমিক। সভায় সিনিয়র রোটারিয়ান পিডিজি মোহাম্মদ এ আওয়াল মহোদয়ের সাথে প্রেসিডেন্ট ইলেক্টদের আলোচনা-পরামর্শের প্রস্তাব পরবর্তী আগামী ১৭ মে চট্টগ্রাম ক্লাবে রোটারি সেন্টার বিষয়ে যে সভা আহবান করা হয়েছে তাকে স্বাগত জানানো হয়। ওই সভায় রোটারি সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে প্রেসিডেন্ট ইলেক্টদের সামগ্রিক অগ্রগতি, উদ্যোগ ও প্রস্তাবনা লিখিতভাবে সবার স্বাক্ষর নিয়ে উপস্থাপন করার সিদ্ধান্ত হয়। সভায় সকলে প্রেসিডেন্ট ইলেক্টদের উদ্যোগের সাথে সর্বজন গ্রহণযোগ্য সিনিয়র রোটারিয়ান, জেলা ও কর্ণফুলী জোন কর্মকর্তাদের সকল ধরনের নির্দেশনা, সহযোগিতা ও নেত্বত্বকে স্বাগত জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সকলে ২০১৯-২০ রোটাবর্ষে যত দ্রæত সম্ভব চট্টগ্রাম রোটারি সেন্টারের কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি