চট্টগ্রাম রেলস্টেশনে জীবাণুনাশক স্প্রে

81

সারা বিশ্ব আজ করোনা ভাইরাস নিয়ে উদ্ধিগ্ন ও আতঙ্কিত। করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে চট্টগ্রাম রেলস্টেশনে জীবাণুনাশক স্প্রে করেছে খোদ্দামুল আহমদীয়া চট্টগ্রাম। গত ১৭ মার্চ থেকে টানা এক সপ্তাহের প্রোগ্রাম হাতে নিয়েছে এই যুব সংগঠনটি। চট্টগ্রাম রেল স্টেশনে আগন্তুক প্রতিটি যাত্রী, স্টেশনে ডিউটি রত কর্মকর্তা কর্মচারী, সিকিউরিটি গার্ড, কুলিসহ দর্শনার্থীদেরকেও তারা স্প্রে করেছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রেলওয়ে কর্মকর্তারা। এই ব্যাপারে জানতে চায়লে খোদ্দামুল আহমদীয়া চট্টগ্রামের সভাপতি ডা. ইজাজুর রহমান শুভ জানান, দেশ ও জাতির এই কঠিন মুহুর্তে জনগণকে সচেতন করার পাশাপাশি আগন্তুক যাত্রীর মাধ্যমে লভেল করোনা ভাইরাস যেন চট্টগ্রাম ঢুকতে না পারে তার ব্যবস্থা করেছি। তিনি জানান, পুরো এক সপ্তাহের জন্য এই প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। উল্লেখ্য করোনা ভাইরাস নিয়ে বেসরকারী ভাবে স্প্রে করণ কর্মসূচী খোদ্দামুল আহমদীয়া চট্টগ্রাম নামক এই সংগঠনটিই প্রথম গ্রহণ করে। জানা যায়, রেল স্টেশনের যাত্রী স্বতঃস্ফূর্ত হয়ে দুহাত এগিয়ে দিচ্ছে স্প্রে করার জন্য এবং এক ভদ্রলোক সংগঠনটির কার্যক্রমে আনন্দিত হয়ে সংগঠনকে কিছু আর্থিক অনুদানও দিতে চান কিন্তু তারা তা নিতে অস্বীকৃতি জানায়। সুত্র জানায় পুরো সপ্তাহব্যাপি এই কর্মসূচি রাত ৮.৩০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলমান থাকবে। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে আসা রেলগুলোর সব যাত্রীদের স্প্রে কর্মসূচীর আওতায় আনার চেষ্টা করার হচ্ছে। এই কর্মসূচীকে সহযোগিতা করায় রেলওয়ে কর্মকর্তা ও যাত্রীদের সাধুবাদ জানিয়ে অন্যান্য যুব সংগঠন গুলোকেও করোনা ভাইরাসের মোকাবেলায় বিভিন্ন কর্মসূচী নিয়ে এগিয়ে আসার আহব্বান জানিয়েছে সংগঠনটির প্রচার সেক্রেটারির দায়িত্বে থাকা জাকির হোসন সেতু। স্প্রেকরণ কর্মসূচির আরেক সদস্য সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন জানান, সরকারী ও বেসরকারি ভাবে জনসমাগম স্থলে এই উদ্যোগ নেয়া জরুরী। সরকারের গুরুত্বপূর্ণ কিছু অফিসে শুধুমাত্র হাত ধোঁয়ার ব্যবস্থা নেয়া হয়েছে কিন্তু স্প্রেকরণের ব্যবস্থা নাই বললেই চলে। তাই উভয় পক্ষকে সচেতন হওয়ার জন্য প্রথমে আমরা রেলস্টেশনে এই উদ্যোগ নিয়েছি। অবস্থা বুঝে আরো ব্যাপক ব্যবস্থাও নেয়া যেতে পারে। এতে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন। সংগঠনটির জেলা সভাপতি এনাম, সদস্য ইমরান, অনিক, মোস্তফা, নিথর, মিসবাহ, রিয়াদ প্রমুখ। বিজ্ঞপ্তি