চট্টগ্রাম মেরিন একাডেমিতে ট্রেনিং অব ট্রেইনার্স প্রশিক্ষণ

115

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) ও শিল্প মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক সেইফ এন্ড ইনভারমেন্টালি সাউন্ড শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ (সেন্সরেক) ফেজ-২ পেশাগত প্রশিক্ষণ কার্যক্রম ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ শীর্ষক ১০দিন ব্যাপী ১ম গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম মেরিন একাডেমিতে অনুষ্ঠিত হয়।
গত ৩ অক্টোবর কর্মশালার সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ও চট্টগ্রাম নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার (অ: দা:) নৌপ্রকৌ. ড. সাজিদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্সরেক ফেজ-২ ট্রেনিং কোঅর্ডিনেটর ও মেরিন একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম, ক্যাপ্টেন মুহাম্মদ সিরাজুল মাওলা, চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর ড. এন এম গোলাম জাকারিয়া, প্রফেসর নুর নবী, নৌপ্রকৌ. আতিকুর রহমান চৌধুরী, খালেদ সালাউদ্দিন, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোঃ হাবিবুর রহমান মোস্তফা প্রমুখ। ১ম গ্রুপের উক্ত কর্মশালা ২৪ সেপ্টেম্বর হতে শুরু হয়ে গতকাল ৩ অক্টোবর শেষ হয়। এতে চট্গ্রামের কবির স্টিল লিঃ, এইচ আর শিপ ম্যানেজমেন্ট লিঃ, আরেফিন ইন্টারপ্রাইজ, বাংলাদেশ শিপ ব্রেকিং এসোসিয়েশন (বিএসবিএ), সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি, জিরি সুবেদার স্টিল রে-রোলিং মিলস (শিপ ব্রেকিং ইউনিট), খাজা শিপ ব্রেকিং লিঃ, আর এ শিপ ব্রেকিং, কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ড, এসএনটি শিপ রিসাইক্লিং, চিটাগাং স্টিল ইন্টারপ্রাইজ, গ্রীন টেক সেইফটি এজেন্সি, ফেরদৌস স্টিল কর্পোরেশন, হাবিব স্টিল লিঃ, মাদার স্টিল লিঃ, মেক কর্পোরেশন, জনতা স্টিল কর্পোরেশন, এস এন কর্পোরেশন, মিতি ইন্টারপ্রাইজ সেইফটি এজেন্সি, এস এইচ ইন্টারপ্রাইজ থেকে ওয়ার্কার ট্রেইনার (শ্রমিক প্রশিক্ষক) ও প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি