চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যের উদ্বেগ

33

ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পেশাজীবী-নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহব্বায়ক ও পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন শিক্ষককে প্রকাশ্যে হামলা বা হত্যা প্রচেষ্টার বিষয়ে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি, যা উদ্বেগজনক। ছাত্র সংঘর্ষ কিংবা রাজনৈতিক বিরোধের হামলার অনেক ঘটনাতেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নজির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তদন্ত কমিটি গঠনই একমাত্র পথ নয়। তদন্তের স্বার্থেও অভিযুক্ত হামলাকারী ছাত্রদের ছাত্রত্ব সাময়িকভাবে হলেও স্থগিত বা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাতিল করা যায়। কেননা একজন প্রবীণ শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে তদন্ত কমিটি কতৃক ঘোষিত হলেও মিথ্যা অভিযোগ আনার দায়ে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বিজ্ঞপ্তি