চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫ কোটি টাকা অনুদান

60

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য গ্র্যান্ট ইন এইড খাতে ৫ (পাঁচ) কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের কাছে অনুদানের বরাদ্দপত্র ও প্রথম কিস্তি ১ কোটি ২৫ লক্ষ টাকা হস্তান্তর করেন।
গত ২৪ জানুয়ারি সচিবালয়ে অনুদান প্রদানকালে স্বাস্থ্য সচিব হাসপাতালের ভূয়সী প্রশংসা করে বৃহত্তর চট্টগ্রামের চিকিৎসা খাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল অনন্য ভূমিকা রাখছে। স্বাস্থ্য সেবাকে আর্ত মানবতার কল্যাণের জন্য এ ধরনের হাসপাতালের কার্যক্রম উত্তরোত্তর বাড়ানো উচিত বলে জানিয়েছেন তিনি। নারী ও শিশুদের স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি ডা. আঞ্জুমান আরা ইসলাম হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে গ্র্যান্ট প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা সেবার কার্যক্রম অব্যাহত রাখতে আগামীতে সরকারি গ্র্যান্ট আরও বৃদ্ধির জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি