চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিন হস্তান্তর

41

গত ১৯ জুলাই লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এর উদ্দ্যেগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কতৃপক্ষকে কোভিড-১৯ নোবেল করোনাভাইরাস রোগে আক্রান্ত রোগীদের সেবার জন্য একটি হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিন হস্তান্তর করা হয়। এ উপলক্ষে এক সভা চিটাগাং লায়ন্স ক্লাব ফাউন্ডেশননের এর হালিমা রোকেয়া হলে অনুষ্ঠিত হয়। এতে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলি’র সভায় সভাপতিত্ব ও প্রাম্ভিক বক্তব্য রাখেন লায়ন শুভ নাজ জিনিয়া। ক্লাব সেক্রেটারি লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডা: কামরুন নাহার দস্তগীর, লায়ন সৈয়দ মোরশেদ এবং প্রধান অতিথি লায়ন জেলা ৩১৫ বি-৪ এর মাননীয় জেলা গভণ’র লায়ন ডা: সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে যখন প্রতিদিন মরনব্যাধি করোনা ভাইরাস মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তখন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সংস্থা সারা বিশ্বে মানবতার সেবায় কাজ করে চলেছে তারই ধারাবাহিকতায় আজ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি অত্র জেলায় ২য় বৃহত্তম ক্লাব হিসেবে যে মহতি সেবা কম’ চালিয়ে যাচ্ছে আমি তাদের ভূয়সী প্রশংসা করছি। সভায় আরো উপস্থিত ছিলেন জেলার প্রথম ভাইস গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ, দ্বিতীয় ভাইস গর্ভনর লায়ন শামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন শওকত হোসেন, লায়ন একরাম ভূইয়া, মুক্তিযোদ্ধা লায়ন আলাউদ্দিন চৌধুরী, লায়ন ইফতেখার, লায়ন মোসলেহ উদ্দিন অপু, লায়ন ইয়াসিন, লায়ন তীর্থঙ্কর বড়ুয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত পাঠ করেন ক্লাব ট্রেজারার লায়ন ইকবাল হোসেন সুমন। লায়ন্স শপথ বাক্য পাঠ করেন ক্লাবের সিনিয়র লিডার লায়ন মোহা: এহসান। বিজ্ঞপ্তি