চট্টগ্রাম মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

41

নগরীর দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা- ২০১৯ গত ২৮ জানুয়ারি সোমবার সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ জাতিসংঘ বিদ্যালয় সংস্থা (ইউএসও)’র বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ বেলায়েত হোসাইন। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার ট্রাস্টি, শিক্ষানুরাগী সফিউর রেজা চৌধুরী। সভাপতির বক্তব্যে প্রফেসর বেলায়েত হোসাইন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা প্রগতিশীল এবং দেশ ও সমাজ উন্নয়নের অংশীদার। এখানে ধর্মান্ধতা বা সংকীর্ণতার কোনো সুযোগ নেই। মাদ্রাসায় জঙ্গিবাদ শিক্ষা দেয়া হয়না, এটি মিথ্যা একটি অপপ্রচার। মাদরাসা শিক্ষাব্যবস্থা বিশ্বমানবতার জন্য কল্যাণকামী এবং দেশ ও জাতি গঠনে সৎ, যোগ্য, আদর্শ নাগরিক তৈরির জন্য অতীব সহায়ক।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জিয়াউল হক ফারুকী’র পরিচালনায় অত্র অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাট্যজন ও প্রাবন্ধিক সজল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের জয়েন্ট সেক্রেটারী মাহমুদ উদ্দিন মুরাদ, অর্থ সম্পাদক ডা.মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষক মো.মফিজুল আলম, মো.মামুনুর রশিদ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির