চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর বাবাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর বাবাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চবির কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তীকে প্রধান করা হয়েছে। এছাড়াও সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুবকে ওই কমিটির সদস্য সচিব এবং নিরাপত্তা দপ্তরের প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাককে সদস্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর বাবাকে মারধরের অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রæত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত বৃহস্পতিবার চবির নিরাপত্তা দপ্তরের সামনে মিলন হোসেন নামে এক নিরাপত্তা কর্মী ভর্তিচ্ছু শিক্ষার্থীর বাবাকে মারধর করেন। এ ঘটনার পর ভুক্তভোগী অভিভাবক প্রক্টর অফিসে অভিযোগ দায়ের করেন। তবে পরে অভিযোগটি তিনি প্রত্যাহার করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মিলনকে ভর্তি পরীক্ষা চলাকালীন ডিউটি বন্ধ করে দেওয়া হয়।