চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকালরি শ্রমিক ইউনিয়নের সভা

34

চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকালরি শ্রমিক সংগ্রাম পরিষদের এক আলোচনা সভার আয়োজন করা হয় শুক্রবার চলখোলা রেল ক্রেসিংয়ে। সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের যগ্ম আহŸায়ক মো. হারুন অর রশিদ বাবুল। সদস্য সচিব সুনীল দেবনাথের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিনের কার্য্যকরি সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক এম জসিম উদ্দীন রানা ও সহ সম্পাদক নূর নবী। আরও উপস্থিত ছিলেন সভার প্রধান অতিথি ফাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাঈন উদ্দীন, হালকা মোটর যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হেলাল উদ্দীন। হিউম্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শাহ আলম ও নেতৃবৃন্দ বলেন, ট্যাংকলরি শ্রমিকদের দাবি যুক্তিযুক্ত বিধায় আমরা সবাই একমত পোষন করি।
ট্যাংকালরি শ্রমিকদের সংগ্রাম পরিষদের উত্থাপিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন নিরপেক্ষ নির্বাচন উপপরিষদ গঠন করে গোপন ব্যালটে দ্রুত নির্বাচণের দাবি যৌক্তিক। কারণ দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ শ্রমিক প্রতিনিধিত্ব ন্যায্য আদায়ের ব্যর্থ এবং প্রশ্নবিদ্ধ। এতে আর ও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকালরি শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্মœ আব্বাহায়ক আইনুল হক কাশেম, মো. মাহবুবুল আলম, যুগ্ম সদস্য সচিব অলি আহম্মদ, মো. কামাল উদ্দীন, মো. জাহাঙ্গীর আলম, আজিজুল হক মিয়া ধন, মো. শফিক, মো. ইলিয়াছ, মো. ফারুক, মো. কাউসার, মো. ইলিয়াছ, মো. ইয়াছিন, মো. আবু, মো. সোহেল, মো. আবুল বশর, মো. ইউসুফ, মো. আজিজ , মো. রফিক, মো. মজিবুর রহমান লিটন, মো. রাশেদ প্রমুখ। বক্তারা বলেন নির্বাচন বিহীন এক যুগের সময়কাল যাবৎ ইউনিয়নের সভাপতির পদ দখল করে শোষক গোষ্ঠী পৃষ্ঠপোষকতায় নির্বাচন না দিয়ে পকেট কমিটি গঠন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিজ্ঞপ্তি