চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ ফেনীতে শুরু

63

ফেনীতে উৎসব আমেজে আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । টুর্নামেন্ট সফল করতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার ফেনী শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরের সামনে থেকে ব্যান্ড-বাদ্য বাজিয়ে ও সাইকিলস্টরা সুসজ্জিত হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অগ্রভাগে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার-উন নেছা শিউলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারাধন পাল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, যুগ্ন-সম্পাদক সাহেদ উদ্দিন মিল্লাত, সদস্য আবদুল মোতালেব হুমায়ুন, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, সাইফুর রহমান সাইফু, আজম চৌধুরী, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, বাহার উদ্দিন বাহার, আমজাদ হোসেন বিপ্লব, মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন, নুরুল আবছার কবির শাহজাদা, মো. আবুল হাশেম, আশ্রাফুল আনোয়ার শিমুল, বেগম শামীম আক্তারসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
পরে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
আজ বিকেলে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলসহ ১২টি দল অংশ নিচ্ছে। দুপুর তিনটায় উদ্বোধনী খেলায় ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
উল্লেখ্য, এবারের আসরে চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা ও রানার্স আপ দল ৫০ হাজার টাকা প্রাইজ মানি পাবে। এছাড়াও প্রতিটি দলকে অংশগ্রহণ ভাতা, প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়কে পুরস্কার এবং টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের জন্যও পৃথক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।