চট্টগ্রাম বন্দর মার্কেট মসজিদে জীবাণুনাশক ট্যানেল

52

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম বন্দর নতুন মার্কেট জামে মসজিদে আগত মুসল্লীদের জন্য তারুণ্যের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ট্যানেল বসানো হয়েছে। গত ১৩ মে বুধবার দুপুরে মসজিদের প্রবেশ মুখে জীবানুনাশক এই স্প্রে ট্যানেল উদ্বোধন করা হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আনসারী। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোতাহার হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, তারুণ্য সংগঠনের রবিন, সোহেল, হোসাইন,মুরাদ,মুন্না প্রমুখ। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বলেন, জীবাণুমুক্ত করতে ট্যানেলটিতে পানির সঙ্গে মানুষের ব্যবহার উপযোগী ডিটারজেন্ট জাতীয় মেডিসিন টানেলে ব্যবহার করা হচ্ছে। এর ফলে মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট করা সম্ভব হবে। এছাড়া, মসজিদে এখন লোকজনের সমাগম হচ্ছে তাই ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে। ছোট ছোট স্প্রে মেশিন দিয়ে মসজিদে যেখানে জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে সেখানেই ছেটানো হচ্ছে।