চট্টগ্রাম বন্দর ট্রলির নিচে বাইক, আহত ২ কর্মচারী

55

ট্রলির ধাক্কায় চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে দুই মোটরসাইকেল (বাইক) আরোহী আহত হয়েছেন। আহত দুইজনেই বন্দরের কর্মচারী। ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়লেও মোটরসাইকেলটি ট্রলির নিচে চাপা পড়ে। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের বন্দর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেটি ইয়ার্ড কাস্টম অকশনের সামনে দ্রুতগামী একটি ট্রলির ইউটার্ন করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়েন। ট্রলির নিচে চাপা পড়ে যায় মোটরসাইকেলটি।
মোটরসাইকেল আরোহীরা বন্দরের কর্মচারী। তারা হলেন চট্টগ্রামের বন্দর থানার পোর্ট কলোনি ৩ নম্বর রোডের আতিউর রহমানের পুত্র আশরাফুর রহমান এবং হালিশহর থানার বসুন্ধারা আবাসিক এলাকার আজিজুর রহমানের পুত্র বখতিয়ার রহমান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, আহত দুজনই বন্দরের কর্মচারী। ট্রলির ধাক্কায় আহত হয়ে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপরজন কোমরে আঘাত পেয়েছেন । তার চিকিৎসা চলছে।