চট্টগ্রাম ফুটবল ট্রেনিং অ্যাকাডেমি উদ্বোধন

38

আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং অ্যাকাডেমি। শনিবার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সিজেকেএস কনভেনশন হলে প্রধান পৃষ্ঠপোষক সাবেক মেয়র এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অ্যাকাডেমির শুভযাত্রা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক ও ক্লিপটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সিজেকেএস সহ-সভাপতি আলহাজ দিদারুল আলম চৌধুরী, এসএম শহিদুল ইসলাম, মো. শাহজাহান, এমএ মুছা বাবলু, মামুনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাডেমির সভাপতি মশিউল আলম স্বপন। এর আগে করোনায় যেসকল ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক মৃত্যুবরণ করেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। তারপর অ্যাকাডেমির প্রসপেক্টাস আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
চট্টগ্রামে এ ধরনের অ্যাকাডেমির যাত্রা শুরুতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। সকলে আশাবাদ ব্যক্ত করেন, এই অ্যাকাডেমির মাধ্যমে চট্টগ্রাম থেকে অনেক ফুটবলার বেরিয়ে আসবে। সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও ক্লিপটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ আজীবন অ্যাকাডেমির সার্বিক কার্যক্রমে সকল ধরনের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাকাডেমির সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন। বিজ্ঞপ্তি