চট্টগ্রাম নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন

28

দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল অনিয়মের বিরুদ্ধে দেশে শুদ্ধি অভিযান চলছে। অভিযানের নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত ও ঢাকার পর চট্টগ্রামে অভিযান জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম নাগরিক ফোরাম ও বাংলাদেশ টেন্ডার-চাঁদাবাজ দুর্নীতি ও মাদক প্রতিরোধ কমিটিসহ একাধিক সংগঠনের উদ্যোগে ১২ অক্টোবর বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, সারা বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে গেছেন। তিনি কখনোও অন্যায়ের কাছে মাথানত করেননি। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের দায়িত্ব নিয়ে অসীম সাহসের সাথে মেধা মনন দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে। মানববন্ধনে প্রতিনিধিত্ব করে চট্টগ্রাম নাগরিক ফোরাম। সংহতি প্রকাশ করেন, বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদ, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ, চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক কল্যাণ পরিষদ। বাংলাদেশ টেন্ডার-চাঁদাবাজ দুর্নীতি ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি রাজনীতিবীদ মো: আজাদ দোভাষের সভাপতিত্তে¡ মানববন্ধন সভায় সংগঠনের মহাসচিব সাংবাদিক মো. কামাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম আবাহনী ক্লাবের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, ন্যাফ এর কেন্দ্রীয় নেতা মৃদুল দাশগুপ্ত, নিজাম উদ্দিন আশ্রাফি। সর্বশ্রেনীর ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন বিএডাব্লিউটিএ’র সভাপতি মো: আবদুছ ছবুর খান, বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সংগীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান, মোস্তফা তালুকদার, মো: শওকত হোসেন, মো: মহসীন, ডিজি বিপ্লব, মোর্শেদ কাদেরী, সমীরন পাল, জান্নাতুল ফেরদৌস, মো: নাদিম, নার্গিস আক্তার নিরা, মোহাং আয়াজ মিয়া, মো: সোহেল, মো: সফি উদ্দিন, মো: আসগর প্রমুখ। বিজ্ঞপ্তি