চট্টগ্রাম দরবার শরীফের ভালোবাসার উপহার

75

করোনা সৃষ্ট মহামারীতে কর্মহীন আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারী ও রাহে ভান্ডারীদের জন্য দ্বিতীয় দফায় উপহারসামগ্রী প্রেরণ করেছেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ। এ উপহার সামগ্রীকে তিনি অবহিত করেছেন ভালোবাসার সম্প্রদান হিসেবে। গত ২৮ জুলাই দরবার প্রাঙ্গণে রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) নেতৃবৃন্দের কাছে হস্তান্তরের মাধ্যমে উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ছৈয়দ জাফর ছাদেক শাহ। পরে রাআপ নেতৃবৃন্দ তা উপস্থিত বয়স্ক গাউছুল আজম মাইজভান্ডারী ও রাহে ভান্ডারীদের বুঝিয়ে দেন।
এসময় দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ জাফর ছাদেক শাহ্ বলেন, ভালোবাসার সম্প্রদান একটি চলমান কর্মসূচি। সরকারি নির্দেশনা মেনে দরবারের যে সকল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ভক্ত-মুরিদান ঘরে অবস্থান করছেন তাদের মাঝে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, প্রত্যেক পরিবারের লোকসংখ্যা বিবেচনা করে সমবন্টনের ব্যবস্থা করা হয়েছে। উপহার সামগ্রীতে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, সেমাই, ময়দা, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসই দেওয়া হয়। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দেশবাসী ও করোনায় নিহতদের মাগফেরাত কামনা ও অসুস্থদের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রসঙ্গত এর আগে বিগত রমজান মাসে ভালোবাসার সম্প্রদান প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তি