চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসো’র সাথে শেভরন’র চুক্তি

65

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রেফারীদের শারীরিক ও স্বাস্থ্যগত সমস্যর সমাধানে সহায়তায় এগিয়ে এসেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বাস্থ্য সেবী প্রতিষ্ঠান শেভরন ক্লিনিক্যাল ল্যাবরোটরি প্রাইভেট লিমিটেড। এ উদ্দেশ্যে গতকাল দুপুের চট্টগ্রাম সিটি কর্পোরেশন কনফারেন্স রুমে সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি আ.জ.ম নাছির উদ্দিনের উপস্থিতিতে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর সাথে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরোটরি প্রাইভেট লিমিটেড এক চুক্তিতে আবদ্ধ হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের পক্ষে এসোসিয়েশনের সভাপতি আ.জ.ম. নাছির উদ্দিন এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরোটরি প্রাইভেট লিমিটেড এর পক্ষে এর ম্যানেজার মার্কেটিং ত্রিনেশ্বর চৌধুরী আনুষ্ঠানিক চুক্তি পত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য যে, রেফারীদের সকল ধরনের টেষ্ট ৫০% মওকুফ করা হবে। আরো উপস্থিত ছিলেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরোটরি প্রাইভেট লিমিটেড এর মোহাম্মদ ওমর শরিফ, আশিষ ভট্টাচার্য কর্পোরেট অ্যাফেয়ার্স, এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল হান্নান মিরন, সহ-সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু, নির্বাহী সদস্য বিশ্বজিত সাহা, গিয়াস উদ্দিন বাবর, শরীফুজ্জামান খান টিপু, সাধরন সদস্য আব্দুল মুহিত মল্লিক, মো. হারুন, আসাদুল ইসলাম টিপু। বিজ্ঞপ্তি