চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন সোহেল

32

চট্টগ্রাম জেলা পর্যায়েও শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে সীতাকুন্ডের শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দিন সোহেল। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ প্রতিযোগিতায় গত ৫ ডিসেম্বর সীতাকুন্ডের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছোফা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। এদিকে তিনি গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন এবং চট্টগ্রাম জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হন। এ পদে ২০জন সহকারী শিক্ষা অফিসার অংশগ্রহণ করে। সীতাকুন্ড উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা বলেন, আলাউদ্দিন সোহেল সত্যিকারে একজন শিক্ষাবান্ধব অফিসার। তার সঠিক পরিচালনায় প্রতিমাসে উপজেলার ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাল্যবিয়ে রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ দমনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলেছেন। শিক্ষার মান উন্নয়নে জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ, গ্রীষ্মকালীন/শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাসহ শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত বিভিন্ন কার্যক্রম দক্ষতার সাথে সুচারুভাবে সম্পন্ন করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শ্রেষ্ট হওয়া সহকারি শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন সোহেল বলেন, আজকের এ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্টত্ব আমাকে আমার কাজের প্রতি অনুপ্রেরনা অনেক গুন বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞপ্তি