চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অপটোমেট্রি দিবসের র‌্যালি

56

প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব অপটোমেট্রি দিবস-২০১৯ উদ্যাপন করেছে ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও) চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ক্যাম্পাস। এ উপলক্ষ্যে গত ২৪ মার্চ রোববার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত র‌্যালীর উদ্বোধন করেন আইসিও এর পরিচালক ডা. খুরশীদ আলম। এ সময় তিনি বলেন, একজন চিকিৎসকের সঙ্গে একাধিক অপটোমেট্রি থাকার কথা থাকলেও দেশে এর সংখ্যা একেবারে সীমিত। এদেশে যে পরিমাণ চক্ষু চিকিৎসক রয়েছে সেই তুলনায় অপটোমেট্রি নেই বললেই চলে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র্র ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের আন্তরিক প্রচেষ্টায় এই হাসপাতালে অনেক আগ থেকে অপটোমেট্রি গ্রেজুয়েশন ও পিএইচডি কোর্স চালু হয়েছে। তিনি এখান থেকে উন্নত শিক্ষার মাধ্যমে অপটোমেট্রিরা যাতে সারাদেশে এমনকী বহিবিশ্বে ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক কোডিনেটর অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, আইসিও’র শিক্ষক অপটোমেট্টি প্রভাষক ও কোর্স কডিনেটর জুয়েল দাশগুপ্ত, প্রসাশনিক ও হিসাব কর্মকর্তা জসিম উদ্দিন, জুনিয়র অফিসারমো. সাইফুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ। র‌্যালী শেষে হাসপাতালের ক্লাস রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে চক্ষু চিকিৎসা সেবায় অপটোমেট্রিস্টদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়। সেমিনারে অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। এছাড়া একই সাথে তাদের এই কার্যক্রম অন্ধত্ব নিবারণে ব্যাপক অবদান রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি