চট্টগ্রাম কাস্টম ক্যান্টিনে আগুন

24

চট্টগ্রাম কাস্টম ভবনের পাশে কাস্টম ক্যান্টিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে চট্টগ্রাম কাস্টম ভবনের পাশে কাস্টম ক্যান্টিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি। পরে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি বলে জানান ফরিদ উদ্দিন চৌধুরী।-খবর বাংলানিউজের

১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
চকরিয়ায় আগুনে
পুড়েছে বসতঘর
চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকান্ডে ছাই হয়ে গেছে একটি বসতঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে চকরিয়া থেকে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। গতকাল শুক্রবার ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলার উপক‚লীয় ইউনিয়ন বদরখালীর ৮ নম্বর ওয়ার্ডের ফুলতলী ছনুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর বলেন, শুক্রবার (গতকাল) ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলার উপক‚লীয় বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুলতলী ছনুয়াপাড়া এলাকার প্রবাসী নুরুল আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের পরপরই স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দিলে চকরিয়া থেকে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে বাড়ির প্রয়োজনীয় সকল আসবাবপত্র, গোলায় রক্ষিত ধান ও বিভিন্ন সামগ্রীসহ অন্ততঃ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন বলে জানা গেছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল হাসান বলেন, শুক্রবার ভোর রাতে চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণাত দমকল বাহিনীর লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছি। ততক্ষণে মাটির দেয়ালের তৈরি কাঁচা বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে কিছু কিছু জায়গায় জ্বলা আগুন ফায়ার সার্ভিসের লোকজন পানি ছিটিয়ে নিভিয়ে দেয়। এ অগ্নিকান্ডে বাড়ি মালিকের অন্ততঃ ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা।