চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগে পর্যায় সারণী প্রতিযোগিতা

107

চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাতে আঁকা পর্যায় সারণী প্রতিযোগিতা ও প্রদর্শনী রসায়ন বিভাগের বাগান সংলগ্ন গ্যালারিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। স্নাতক (সম্মান) প্রথমবর্ষের (২০১৯-২০২০) শিক্ষার্থীবৃন্দ এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করে। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি এই উদ্যোগের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় টিকে থাকার জন্য গুণগত মানসম্মপন্ন শিক্ষার কোন বিকল্প নেই। তিনি এই প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজনের জন্য রসায়ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সকলকে ধন্যবাদ জানান।
বক্তব্য দেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, সভায় আয়োজক কমিটির আহ্বায়ক ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদ, রসায়ন বিভাগের প্রফেসর ড. কনক কুমার বড়ুয়া, পদার্থবিদ্যা বিভাগের প্রধান সুব্রত বিকাশ বড়ুয়া, ইতিহাস বিভাগে প্রধান প্রফেসর শাহিনা আক্তার, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর মোছাম্মৎ নাজমা বেগম, আরবী ও ইসলামী শিক্ষা বিভাগের প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান রেজাউল করিম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ রেয়াজুল হক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হাসানুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কণিকা প্রভা দেবী, রসায়ন বিভাগের রেজিয়া বেগম, ফাতেমা সুলতানা, ইফফাত আরা শাওন, আবু সৈয়দ মো. মুজিব, শাহিন আক্তার, মোহাম্মদ শাহজাহান রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. অজয় কুমার দত্ত। প্রতিযোগিতায় মীর মিফতাহুল জান্নাত (৫৬১৩) প্রথম স্থান, ইশরাত জাহান (৫৬৩০) দ্বিতীয় স্থান এবং ত্রয়ী মহাজন (৫৫৫৮) তৃতীয় স্থান লাভ করে। প্রতিযোগিতা শেষে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি