চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সম্পাদকের ওপর হামলা

75

নগরের চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় চকবাজার এলাকায় বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষুদ্ধরা দেব পাহাড় মোড়, চকবাজার এলাকায় দোকান ভাঙচুর করে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম কলেজ হোস্টেল গেটে সুভাষ মল্লিকের ওপর অতর্কিত হামলা চালায় ১০-১২ জন যুবক। তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, আহত অবস্থায় সুভাষ মল্লিক সবুজকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বাংলানিউজকে বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা প্রাণনাশের উদ্দেশে আমাদের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের কিছু সদস্য প্রতিবাদে বিক্ষোভ করে। আমরা তাদের বুঝিয়ে শান্ত করি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলা করবো আমরা।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সুভাষ মল্লিক সবুজ সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে বসেছিলেন ৭-৮ জন ছেলেসহ। এ সময় বেলালের নেতৃত্বে ২০-৩০ জন যুবক তাদের ঘিরে ফেলে সবুজের মাথায় রড দিয়ে আঘাত করে পালিয়ে যান। এরপর বিক্ষুব্ধ ছাত্ররা ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি দোকানের কাঁচ ভেঙে যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।