চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উন্মুক্ত ল্যাট্রিন

29

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চন্দনাইশের হাশিমপুর কসাই পাড়া এলাকায় সড়কের পাশেই উন্মুক্ত ল্যাট্রিন। দীর্ঘ ৫০ বছরের অধিক এ ল্যাট্রিন উন্মুক্ত অবস্থায় ব্যবহৃত হলেও প্রশাসন ও স্যানিটেশন বিভাগের লোকজন এ পথে চলাচল করলেও বন্ধ করেনি এ উন্মুক্ত ল্যাট্রিন। ফলে পরিবেশ নষ্ট হচ্ছে, বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে এ ল্যাট্রিনের ময়লা-আবর্জনায়। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পাশ ঘেঁষেই মসজিদের পুকুর পাড়ে একটি ৫০ বছরের অধিক পুরনো উন্মুক্ত ল্যাট্রিন। যার দুর্গন্ধে সড়কের পাশ দিয়ে চলাচল করাও মুশকিল হয়ে দাঁড়ায়। পাশে রয়েছে সুসজ্জিত একটি বিশাল মসজিদ। সে সাথে একটি পুকুর। পুকুরের দক্ষিণ পাড়ে এ উন্মুক্ত ল্যাট্রিনের ময়লা পার্শ্ববর্তী জমিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কিছু ধানি জমি। স্থানীয়দের মধ্যে কেউ কেউ এ উন্মুক্ত ল্যাট্রিনের বিরোধিতা করলেও একটি মহল মলত্যাগ করার জন্য এ উন্মুক্ত ল্যাট্রিনটি বন্ধ করতে দিচ্ছেনা বলে অভিযোগ রয়েছে।