চট্টগ্রাম উপ-অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়ায় কোয়ান্টামের জয় জয়কার

24

চট্টগ্রাম উপ-অঞ্চলের ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের জয় জয়কার। প্রত্যন্ত পাহাড়ী এলাকার প্রতিষ্ঠানটি এবারের উপ-আঞ্চলিক আসরের হ্যান্ডবল উভয় গ্রুপ কাবাডি বালক গ্রুপের সাফল্য অক্ষুণ্ণ রেখেছে।
গতকাল শনিবার চট্টগ্রাম সরকারি বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবল বালিকা গ্রুপের ফাইনালে কোয়ান্টাম স্কুল ১৬-০ গোলে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির রূপালী স্কুলকে এবং একই মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবল বালক গ্রুপের ফাইনালে কোয়ান্টাম স্কুল ১৯-২ গোলে খাগড়াছড়ি জেলার মহালছড়ি সরকারি পাইলট স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক হাসমত জাহান পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম। স্বাগতিক স্কুলের ক্রীড়া শিক্ষক আলম কবিরের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির সদস্য রূপন দে, দেবাশীষ নন্দী, আরিফুল ইসলাম, মো. তারেক। খেলা পরিচালনা করেন মো. শাহ আলম ও আবদুল হান্নান। স্কোয়ার ছিলেন অজন্তা বড়ুয়া।
সরকারি মুসলিম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কাবাডি বালক গ্রুপের ফাইনালে কোয়ান্টাম কসমো স্কুল ৩১-২৮ পয়েন্টে শাহওয়ালীউল্লাহ ইনস্টিটিউটকে এবং বালিকা গ্রুপের ফাইনালে রাঙ্গামাটির ভুবন জয় সরকারি স্কুল ৬২-৩৮ খাগড়াছড়ির মহালছড়ি সরকারি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শেষে স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক এসএম জিয়াউল হায়দার হেনরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দেবেশ দাশ, শিক্ষক কাজল চৌধুরী, হাওলাদার কামরুল ইসলাম, আজিজুল হক, গুলশান আরা, জাহেদা পারভীন, আইরিন আক্তার প্রমুখ।
খেলা পরিচালনা করেন আবদুল মাবুদ ও ইকবাল হোসেন। স্কোয়ার ছিলেন কামরুল ইসলাম, চট্টগ্রাম কলেজিয়েট মাঠে আজ রবিবার বিকালে ফুটবল বালক গ্রুপের ফাইনালে বালক গ্রুপের ফাইনালে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি করোনেশন স্কুল ও ফেনীর ছাগলনাইয়া পাইলট স্কুল এবং ফুটবল বালিকা গ্রুপের ফাইনালে ঘাগড়া স্কুল ও খাগড়াছড়ি সরকারি বালিকা স্কুল পরস্পরের মোকাবেলা করবে।