চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশ্ব বসতি দিবস উদ্যাপন

130

জাতিসংঘ ঘোষিত প্রতি বৎসর অক্টোবর মাসের ১ম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর দিবসটি যথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়েছে। চউক ভবন হতে এ উপলক্ষ্যে চউক এবং গণপূর্ত অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চউক ভবন হতে বাংলাদেশ ব্যাংক, কোর্ট হীল, লালদিঘীর পাড়, কোতোয়ালী থানা হয়ে পুনরায় চউক ভবনে এসে শেষ হয়। ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।
চউক চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের নেতৃত্বে চউকের বোর্ড সদস্য মো. জসীম উদ্দিন শাহ, কে.বি.এম. শাহজাহান, মো. গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, চউক সচিব তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, তত্বাবধায়ক প্রকৌশলী এএএম হাবিবুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহিনুল ইসলাম খান, উপসচিব অমল, অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মো. নাজের, চউক এর অথরাইজড অফিসার মঞ্জুর হাসান, মো. শামীম, আইটি শাখার প্রধান মো. মোস্তফা জামালসহ চউকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রামের কর্মকর্তা/কর্মচারীবৃন্দও উক্ত র‌্যালিতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি