চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের ‘কবিতায় কাটুক অমানিশা’

43

গত ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ছিলো চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের এক দশক পূর্তি অনুষ্ঠান। সে উপলক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সংগঠনের ‘দশক পূর্তি উৎসব’। ‘কবিতায় কাটুক অমানিশা’ এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমউদ্দীন শ্যামল এবং ত্রিপুরার ভুবনেশ্বরী টেলিভিশনের কর্ণধার মনীষা পাল চৌধুরী ও কলকাতার কবি ও আবৃত্তিশিল্পী সমরেশ চৌধুরী। মোহাম্মদ ফারুক আজমের অনুষ্ঠান সঞ্চালনায় শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের শিল্পীরা। এর পরপরই আমন্ত্রিত অতিথিরা দশক পূর্তি উৎসবের স্মারক উন্মোচন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এহতেশামুল হক। আলোচনা পর্ব শেষে অতিথিদের হাতে উৎসব স্মারক তুলে দেওয়া হয়। এর পরপরই মঞ্চায়িত হয় চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তিশিল্পীদের বিশেষ দলীয় পরিবেশনা ‘নন্দলাল’। মো. ফারুক আজমের গ্রন্থনায় এতে অংশ নেন ফারুক আজম, অর্পা দে, সুমাইয়া শাহরীন, হাসান রিয়াজ, মোঃ আলী, আরিফুল ইসলাম, প্রিয়ম কৃষ্ণ, সায়ন্তন ভট্টাচার্য্য, পিংকি বড়ুয়া, শিউলি বড়ুয়া, মৃন্ময়ী চৌধুরী, পায়েল দাশ, উছেখিং মারমা, শফিকুল ইসলাম, মেহেদী হাসান, অমিত দে, মুনমুন বড়ুয়া, ঐশী চৌধুরী, ইসমাত জেরিন, জান্নাতুল হুমায়রা, স্বরবর্ণ আশরাফ, নুসরাত জাহান, রাজীব খান, তন্ময় পাল ও বিপ্লব চৌধুরী। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন হাসান জাহাঙ্গীর, মাহবুবুর রহমান মাহফুজ, দেবাশীষ রুদ্র এবং সাইদুল করিম সাজু। কলকাতার দুই প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী মনিষা পাল চৌধুরী ও সমরেশ চৌধুরী ও একক পরিবেশনা উপস্থাপন করেন। নগরের বন্ধু সংগঠন নরেন আবৃত্তি একাডেমির শিল্পীদের অংশগ্রহনে মঞ্চায়িত হয় রবীন্দ্রনাথের সৃষ্টিশীল রচনা নিয়ে প্রযোজনা ‘বৈচিত্র্য-বিস্ময়’, যার গ্রন্থনা এবং নির্দেশনায় ছিলেন রাফিউল মুনীর। সেই সাথে কন্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহনে ও সেলিম রেজা সাগর’র গ্রন্থনা এবং নির্দেশনায় মঞ্চায়িত হয় দলীয় পরিবেশনা ‘মঙ্গলালোকে’। প্রিয়ম কৃষ্ণ দে ও সায়ন্তন ভট্টাচার্য্যের সঞ্চালনায় এই উৎসবে দলীয় সংগীত পরিবেশন করে ‘উদীচী, চট্টগ্রাম জেলা সংসদ’ এবং নৃত্য পরিবেশন করে ‘চারুতা নৃত্যকলা একাডেমী’। সংঠনটির দশ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী আয়োজনমালার এটি ২য় অনুষ্ঠান। বিজ্ঞপ্তি