চট্টগ্রামে ৯শ পিপিই আছে, আসছে আরও ৩৫০টি

25

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রাম নগর ও উপজেলায় ৯০০ ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। তা ছাড়া পুরো চট্টগ্রাম বিভাগের জন্য আরও ৩৫০টি পিপিই আসছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।
গতকাল শুক্রবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন তারা। শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, জেনারেল হাসপাতাল এবং উপজেলাসহ মোট ৯০০ পিপিই দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলাগুলোর জন্য ২৫০টি পিপিই এসেছিল।
ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রাম বিভাগের সব উপজেলার জন্য ৩৫০টি পিপিই আসার কথা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে ১০০টি উপজেলা রয়েছে, যার তুলনায় পিপিই’র সংখ্যা কম।
গত বৃহস্পতিবার করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে পাঠানো হয় মেডিকেল সরঞ্জাম। এতে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার পিপিই ও ১ হাজার থার্মোমিটার রয়েছে। কুনমিং থেকে আসা চীনের একটি কার্গো উড়োজাহাজে করে এসব সরঞ্জাম আনা হয়। খবর বাংলানিউজের