চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৪০ জনের করোনা শনাক্ত

84

চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ ও সিভাসুতে ৫৯৬ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ১৪০ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৩৬৭৭ জন। গতকাল রাত একটায় নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫ জন করোনা রোগী। এর মধ্যে মহানগরের ১১ জন ও উপজেলার ৪ জন। গতকাল একদিনে ৪ জন করোনা রোগী মারা গেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সিভিল সার্জনের ফেসবুক পেইজে দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫০ জনের করোনা পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৫০ জনের করোনা মিলেছে।
করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ১৪০ জনের মধ্যে ৭২ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৬৮ জন বিভিন্ন উপজেলার।
উপজেলার মধ্যে আনোয়ারায় ১৬ জন, চন্দনাইশ ২০ জন, পটিয়ার ২ জন, বোয়ালখালীর ১৬ জন, রাঙ্গুনিয়ার ৪ জন, রাউজান একজন, হাটহাজারীর একজন ও সীতকুন্ডের ৮ জন।এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের তিনটি ল্যাবে ১৩২ জনের করোনা শনাক্ত হয়। বুধবার শনাক্ত হয়েছিল ১৪০ জন।
উল্লেখ্য, চট্টগ্রামের করোনা পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে। প্রতিদিনই এখানে রোগীর সংখ্যা বাড়ছে। চট্টগ্রামের তিনটি ল্যাবে একই সাথে নমুনাজটও তৈরি হয়েছে।
এদিকে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ফার্মেসিগুলোতে ওষুধ মিলছে না বলে পত্রপত্রিকায় খবর বের হয়েছে। ফার্মেসিগুলোতে প্রয়োজনীয় ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় গতকাল নগরীর ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব দুটি ফার্মেসির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।