চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ২০৮

70

নভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবে চট্টগ্রাম এখন হটস্পট। ১ জুন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৮ জন। মৃত্যুবরণ করেছেন ৭৭ জন। আক্রান্তদের ২ হাজার ৩০০ জনই চট্টগ্রাম নগরের। এরমধ্যে সর্বোচ্চ ৩২৪ জন আক্রান্ত ব্যক্তি নিয়ে শীর্ষে আছে নগরের কতোয়ালী এলাকা। এরপরই ২১৫ জন নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করেছে নগরের পাঁচলাইশ এলাকা। সর্বশেষ ১ জুন (সোমবার) চট্টগ্রামে নতুন করে ২০৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হন। এর মধ্যে ১৪২ জন নগরের, ৬৩ জন উপজেলার এবং ৩ জন রয়েছেন ঠিকানা বিহীন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর এলাকায় যে ২ হাজার ৩০০ করোনা রোগী শনাক্ত হয়েছেন তাদের মধ্যে কতোয়ালী-পাঁচলাইশ ছাড়াও ১৮৩ জন করোনায় আক্রান্ত রোগী আছেন খুলশী এলাকায়। ১৬৮ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে নগরের পতেঙ্গা এলাকায়। এছাড়াও হালিশহর এলাকায় ১৬৭ জন, ডবলমুরিং এলাকায় ১৪১ জন, বন্দর এলাকায় ১২৩ জন, পাহাড়তলী এলাকায় ১১৪ জন, ইপিজেড এলাকায় ১১২, চকবাজার এলাকায় ১১১, আকবরশাহ এলাকায় ১১১ জন, চান্দগাঁও এলাকায় ১০৬ জন, বাকলিয়া এলাকায় ৯৯ জন, বায়েজিদ এলাকায় ৯৯ জন, সদরঘাট এলাকায় ৮৬ জন, কর্ণফুলী এলাকায় ৫৬ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এছাড়াও ঠিকানাবিহীন ও ঠিকানা অসম্পূর্ণ রোগীর সংখ্যা ৮৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের ১ জুনের প্রতিবেদন অনুসারে, চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪২ জন। আইসোলেশনে আছেন ৫৭০ জন।