চট্টগ্রামে শ্রমজীবীদের পুনর্বাসন দাবি

108

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল এমপির উদ্যোগ গ্রহণ, চট্টগ্রাম মহানগর শ্রমজীবী, ছিন্নমূল, বাস্তুহারা, গৃহহীন, হতদরিদ্র মানুষদের সরকারি উদ্যোগে বহুতল ভবন নির্মাণ করে নির্মিত ভবন সরকারি মালিকানা সরকারের হাতে রেখে স্বল্প ভাড়ায় পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মহানগর শ্রমজীবঅ সমবায় সমিতি।
গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. আজিজ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি সৈয়দ রাশেদ সোলেমান। উপস্থিত ছিলেন বাস্তুহারা লীগের সহ-সভাপতি এম জাফর আহম্মেদ চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম আকবর আলী আকাশ, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. নুর মোহাম্মদ চৌধুরী, ১৭নং ওয়ার্ড বাকলিয়া আহŸায়ক কমিটির সদস্য রাশেদ সরওয়ার, চট্টগ্রাম মহানগর শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক মো. কামাল, যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, সমবায় সমিতির সহসভাপতি তরিকুর ইসলাম রানা, মহিলা সম্পাদক সেলী আকতার, মো. কায়ছার, জিয়া, শিশু মিয়া, নুরুল হক মুন্সি, মো. লিটন, টিপু সুলতান টিপু। লিখিত বক্তব্যে বলা হয়, আমরা শুধু বেঁচে থাকার অধিকার চাইছি। আমাদের দেশে রোহিঙ্গারা যদি স্থান পায় তবে আমরা কেন অবহেলিত। চট্টগ্রাম মহানগর ও জেলার বাকলিয়া-জঙ্গল ছলিমপুরে সরকারি খাসভূমি ভূমিদস্যু অবৈধ দখলদার থেকে রক্ষা করে প্রকৃত শ্রমজীবী, বাস্তুহারা, ছিন্নমূল পরিবারদের পুনর্বাসন করা যেতে পারে। চট্টগ্রাম শহরে ফুটপাতে অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। তাদের পুনর্বাসনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন বাস্তবায়ন অতীব জরুরী। এতে সরকারি, আধাসরকারি ভূমি উদ্ধার ও উন্নয়ন হবে। বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি