চট্টগ্রামে শিশুশ্রম প্রতিরোধ দিবসের প্রস্তুতি সভা

57

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের সমন্বয়ে জেলা শিশু একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ চট্টগ্রামের আয়োজনে পরিষদের সদস্য সচিব ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিষদের আহবায়ক ও ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। তিনি বলেন, চট্টগ্রামে শিশুশ্রম নিরসনে আমাদের এ প্লাটফরম সরকারি-বেসরকারি পর্যায়ে একটি গ্রহণযোগ্যতা পেয়েছে। দিবসটি উদযাপনে সকলের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ থাকবে। এবারও চট্টগ্রামে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সম্মিলিতভাবে ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করবে। দিবসটি পালনে পরিষদ এর ব্যানারে ১২ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন এবং চট্টগ্রাম প্রস ক্লাবের সামনে এক মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে শিশুদের স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চট্টগ্রামের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. বিশ্বজিৎ রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক রবার্ট কমল সরকার, মো. আলী শিকদার, সমর আলী ফকির, মাহবুবউল আলম, তৌহিদুল ইসলাম, শ্যামল মজুমদার, সোমা বডুয়া, অলকা চৌধুরী, সুদর্শন বডুয়া, একে আজাদ, কামরুজ্জামান, অগ্রদূত দাশ গুপ্ত, চন্দন কুমার বড়ুয়া, শিপ্রা চক্রবর্তী, মো. নুরউদ্দিন, উম্মে সালমা, মো. আরিফুর রহমান, অঞ্জন চক্রবর্তী, সুমন সরকার, ইয়াছমিন আকতার, জোবায়দুর রশীদ, সিরাজুল ইসলাম, অমর সাধন চাকমা প্রমুখ। বিজ্ঞপ্তি