চট্টগ্রামে বঙ্গ-অসম-উৎকল সাহিত্যসম্মেলন

96

গত ২৩ ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চ ও বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গ-অসম-উৎকল ৫ম সাহিত্য সম্মেলন- ১৪২৬ চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর কাশফুল মিলনায়তনে সম্মেলনের উদ্যোক্তা ও ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ ভারতের বিশিষ্ট কবি ও কথাসাহিত্যক শ্রীতারকনাথ দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার ও সমাজকর্মী লায়ন সিএসকে সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যসেবী ও সমাজকর্মী মোহাম্মদ আবু বক্কর। স্বাগত বক্তব্য রাখেন মানবতাবাদী সমাজকর্মী দীপানন্দ স্থবির। আক্রান্ত মাতৃভাষা আসুন প্রতিরোধ করি শীর্ষক একটি প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ও প্রাবন্ধিক এ, কে, এম, আবু ইউসুফ। আলোচনায় অংশগ্রহন করেন কবি অমর কান্তি দত্ত, কবি মোহাম্মদ রানা খান, শিল্পী ও সাহিত্যিক এস.এম.হামেদ হাসান, কবি দেলোয়ার হোসেন মানিক, গণসঙ্গীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, প্রবীণ শিক্ষক তপন কান্তি বড়ুয়া, কলেজ শিক্ষক অধ্যাপক রিপন চক্রবর্তী চৌকিত প্রাচুর্য, কবি নাছির বিন ইব্রাহীম, সংগীত শিল্পী উদয়ন বড়ুয়া ঝন্টু, প্রাবন্ধিক এস.এম. ওসমান, কবি মাদল বড়ুয়া, চিত্র সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, অধ্যাপক দিদারুল ইসলাম, প্রবীন সাংবাদিক মোহাম্মদ সাইফুদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, অনুতোষ দত্ত বাবু, শিউলী খাতুন, মোমেন আহমদ। বিজ্ঞপ্তি