চট্টগ্রামে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

70

গ্রেটা থুনবার্গ এর ডাকে সাড়া দিয়ে বিশ্বব্যাপী ২০ থেকে ২৭ সেপ্টেম্বর ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে চট্টগ্রামের জামালখানে প্রেসক্লাবের সামনে শনিবার বিকেল ৩টায় বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বোস বিজ্ঞান চর্চা কেন্দ্র মানববন্ধনটির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন, তারা দেশের পরিবেশের জন্য ক্ষতিকারক সুন্দরবনে কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করেন। এবং উন্নত দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলোর জলবায়ুর উপর প্রভাব ফেলে তা তুলে ধরেন। মানববন্ধনে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণায়নসহ আবহাওয়া ও পরিবেশে যে খামখেয়ালী পরিবর্তন সাধন হয়েছে তার প্রতি হুশিয়ার করা হয়। সর্বোপরি বক্তারা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে জলবায়ু পরিবর্তনের কুফল সম্পর্কে সচেতন হয়ে পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের উপর জোর দেওয়ার কথা বলেন। বিজ্ঞপ্তি