চট্টগ্রামে আদায় ৮৫ কোটি টাকা

20

আয়কর মেলার দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ১১৫টি রিটার্ন জমা পড়েছে। এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ৮৫ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৪২৬ টাকা।
মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহব্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মেলার দ্বিতীয় দিন নতুন ই-টিআইএন নিয়েছেন ২২৫ জন। কর সেবা নিয়েছেন ৫৮ হাজার ৭১ জন।
গতকাল শুক্রবার চট্টগ্রামের চারটি কর অঞ্চল ও জরিপ রেঞ্জ মিলে রিটার্ন জমা পড়েছে ৬ হাজার ২৫০টি। কর আদায় হয়েছে ৮৫ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৪৬২ টাকা। খবর বাংলানিউজের
কক্সবাজারে ৩৫৭টি রিটার্নের বিপরীতে ৬ লাখ ১১ হাজার ৪২২ টাকা এবং রাঙামাটিতে ১৯৭টি রিটার্নের বিপরীতে ২ লাখ ৪৮ হাজার ৯৬৭ টাকা আয়কর আদায় হয়েছে। সীতাকুন্ড উপজেলায় ৩১১টি রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৫৭৫ টাকা।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলায় নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিলসহ সব আয়কর সেবা পাবেন।