চট্টগ্রামের ৯ বছর বয়সী নীড়ের কাছে ফিদে মাস্টারের হার

25

সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ৪৫তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন অব বাংলাদেশ ভবনের ১০ম তলাস্থ শ্রেডার মিলনায়তনের শুরু হয়েছে। এ প্রথমবারের মতো দেশের ৫ গ্র্যান্ড মাস্টার এবারের জাতীয় দাবা অংশ নিচ্ছেন। গতকাল এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ^ দাবা সংস্থার ৩.২ জোনের প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
প্রথম রাউন্ডের খেলায় এ ইভেন্টে সর্বকনিষ্ট ৯ বছর বয়সী চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে পরাজিত করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। অপরদিকে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সাথে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের সাথে ও তিতাস ক্লাবের সোহেল চৌধুরী বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন, চট্টগ্রামের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ পুলিশের মোঃ জামাল উদ্দিনকে, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে পরাজিত করেন। ১০ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ৫ গ্র্যান্ড মাস্টার, ৩ আন্তর্জাতিক মাস্টার, ১ মহিলা আন্তর্জাতিক মাস্টার ও ৮ জন ফিদে মাস্টারসহ ৩০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন।