চট্টগ্রামের মহাসমাবেশ সফল করার লক্ষে বায়েজিদ যুবদলের পথসভা

60

আগামী ২০ জুলাই গণতন্ত্রের মা আপোসহীন নেত্রী বেগম খালেদা জিযার মুক্তির দাবীতে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বায়েজিদ বোস্তামী থানা যুবদলের নব গঠিত কমিটির উদ্যোগে এক পথসভা সংগঠনের আহবায়ক সাবের আহমদ টারজনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসমাইলের পরিচালনায় ১২ জুলাই বিকাল ৩ টা থেকে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড এলাকার অক্সিজেন, চালিতাতলী, ওয়াজেদিয়া এবং ২ নং জালালাবাদ ওয়ার্ডের বটতলী বাজার শেরশাহ, বাংলাবাজার বায়েজিদসহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে নয়ারহটস্থ এয়ারআলী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী, তিন তিন বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে অনির্বাচিত এই সরকার কারাগারে বন্দি করে রেখেছে। একটি ভোটরবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সম্পূর্ণ অন্যায়, অগণতান্ত্রিভাবে গায়ের জোরে দেশ পরিচালনা করছেন। এ অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে অন্তরায় হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেজন্যই খালেদা জিয়াকে কারান্তরিন করে রেখেছে এই বাকশালী সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামী ২০ জুলাই কাজীর দেউরী চত্বরে মহাসমাবেশ সফল করার জন্য বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাবেশে মিছিল সহকারে যোগদানের জন্য নেতাকমীদের প্রতি অনুরোধ জানান। সভায় আরো বক্তব্য রাখেন যুবদল নেতা এম আর খান ফারুক, সোলায়মান বাদশা, মো. ওয়াহিদুল আলম, মো. আবুল কায়েস, আবদুল আলিম, মো. শাহেদ, মো. আবদুর রহিম, আ.জ.ম নাজের, মো. জাহাঙ্গির আলম, শাহাজাহান উদ্দিন লিটন, মো. জাহাঙ্গির আলম, সুজন মাহমুদ, মো. মাহবুব আলম, মো. রুবেল, আবদুল কাদের, নুরুল ইসলাম, মাহবুব আলম শেখ, আমিন উল্লাহ, মো. আলমগীর, মো. রবিউল হোসেন রবি, মো. দস্তগীর, হারুনুর রশিদ মনি, নুরুল ইসলাম, মো. ইলিয়াছ, আবুল কালাম আবু, মো. ফিরোজ মাহমুদ, মো. রবিউল হোসেন, সুজন মাহমুদ, মো. আলাউদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন নেজাম উদ্দিন খোকন, মো. ইসলাম, সুমন মজুমদার, মো. ওসমান, মো. মোরশেদ আলম, আবদুল হান্নান রানা, এস এম রানা, মো. মহিউদ্দিন নিজামী, মো. রাশেদ, আবু ছিদ্দিক রুবেল, মো. সাব্বির, মো. হারিছ, অহিদুল আলম বাবলু, মো. আলমগীর, মো. রাশেদ, মো. খোরশেদ, মো. ওসমান, মো. সেলিম তালুকদার, মো. আবদুল খালেক, মো. দেলায়ার, মো. নুরুদ্দিন, সালাহ উদ্দিন কাদের, বাহারুল ইসলাম, মো. দুলাল, ইমরান মুন্না, মো. হারুন, মো. এয়াকুব, এরশাদ তালুকদার, মো. তুহিন, মাহমুদ হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. বয়ান, আবদুল হান্নান, মো. আমিন মো. সোহেল, মো. খোকন, মো. রুমান, মো. নাছের তালুকদার, মো. পারভেজ, মো. আলমগীর। বিজ্ঞপ্তি