চট্টগ্রামের তিন কারাতে রেফারীর সংবর্ধনা

45

এশিয়ান কারাতে ফেডারেশন থেকে সদ্য পাস করা চট্টগ্রামের তিন জন রেফারী কে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধিত করেছে। গত ২৬, ২৭ ও ২৮শে এপ্রিল মালয়েশিয়ার কোটা কিনাবালুতে এশিয়ান কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত হয় অনুর্ধ ২১, জুনিয়র ও ক্যাডেট ক্যাটাগরির এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ। উক্ত প্রতিযোগিতার শুরুতে ২৪ ও ২৫ তারিখ অনুষ্ঠিত হয় এশিয়ান জাজ পরীক্ষা। উক্ত পরীক্ষায় সমস্ত এশিয়া অঞ্চল থেকে ১৬৮ জন অংশ নেয় এবং বাংলাদেশ থেকে মোট ৫ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় সাফল্যের সাথে চট্টগ্রাম জেলা থেকে বাংলাদেশের হয়ে অংশ নিয়ে এশিয়ান কাতা জাজ হিসেবে পাস করেন সিজেকেএস কারাতে কমিটির ভাইস-চেয়ারম্যান রতন তালুকদার ও মারিয়া চক্রবর্তী। তাছাড়া বাংলাদেশের ইতিহাসে প্রথম একই সাথে কাতা ও কুমিতে তে এশিয়ান জাজ হিসেবে পাস করার অনন্য নজির স্থাপন করেন সিজেকেএস কারাতে কমিটির যুগ্ম-সম্পাদক ও সিজেকেএস এর কারাতে প্রশিক্ষক হিসেবে দায়িত্বে থাকা তুলু উশ শামস। সংবর্ধিতদের হাতে সম্মাননা তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।