চট্টগ্রামের কর্মকর্তাদের জন্য সরকারের ২৪৯৬ ফ্ল্যাট

67

চট্টগ্রামের সরকারি কর্মকর্তাদের ৭২টি পরিত্যাক্ত বাড়িতে প্রথম ধাপে ২৪৯৬টি ফ্ল্যাট নির্মাণের দু’টি পৃথক প্রস্তাবসহ ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৪৬৩ কোটি ৫১ লাখ টাকা।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিদেশে থাকায় কৃষিমন্ত্রী বৈঠকের সভাপতিত্ব করেন। খবর বাংলানিউজের
বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, গণর্পূত অধিদপ্তর র্কতৃক বাস্তবায়নাধীন চট্টগ্রামের ৩৬টি পরত্যিক্ত বাড়িতে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ র্শীষক প্রকল্পের আওতায় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ১০ তলা আবাসিক ভবন নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম ধাপে এতে ১২৫০, ১০০০, ৮০০ স্কয়ারফুটের মোট ১২৪৮টি ফ্ল্যাট হবে। এই ভবনগুলো নির্মাণে ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ ৪৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে মেসার্স নূরানী কন্সট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, একই প্রকল্পের আওতায় অপর একটি প্রস্তাবে চট্টগ্রামে ৩৬টি পরিত্যক্ত বাড়িতে ১২ তলা আবাসকি ভবন নির্মাণ র্শীষক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম ধাপে এতে ১২৫০, ১০০০, ৮০০ স্কয়ারফুটের মোট ১২৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রকল্পের একটি প্যাকজের আওতায় ৫টি দরপত্র বিক্রি হলেও ১টি দরপ্রস্তাব পাওয়া যায়। টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডের নাম প্রস্তাব করে। কমিটি প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছে। প্রকল্পে ব্যয় হবে ১০৬ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।