চট্টগ্রামকে নান্দনিক শহরে পরিণত করতে চাই : রেজাউল করিম

22

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ, সংশ্লিষ্ট ওয়ার্ডের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যের সুতায় গাঁথা থাকতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করতে নানামুখী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। জঙ্গিবাদী, আগুন সন্ত্রাসীদের সর্বক্ষেত্রে বয়কট করতে হবে। মেয়র নির্বাচিত হয়ে সমম্বিত পরিকল্পনায় দক্ষিণ এশিয়ার উন্নত ও নান্দনিক শহরগুলোর মধ্যে চট্টগ্রামকে অনন্য উচ্চতর অবস্থানে নিয়ে যেতে চাই।
ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক ইউনুস কোম্পানির সভাপতিত্ব ও যুগ্ম আহবায়ক আলী নেওয়াজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী শহিদুল আলম, ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. মুসা এমএ, আকবর আলি আকাশ, কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আকতার রোজি। সভায় উপস্থিত ছিলেন জাফর আহম্মদ চৌধুরী, এস.এম আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ মুছা, শোয়েব খালেদ, নুর মোহাম্মদ, আবুল হাশেম কন্ট্রাক্টর, এম সিরাজুল ইসলাম, মাসুদ করিম টিটু, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, আনোয়ার হোসেন, শাহেদুল ইসলাম শাহেদ, এড. মোস্তাফা নাজিম পাশা, মো. গোলাম আজম, মো. সরওয়ার আলম, সরওয়ার উদ্দিন, তৌহিদুল আলম সোহেল, মো. শামসুল আলম, শফিউল ইসলাম শামীম, মো. ওমর ফারুক, মোহাম্মদ রফিক, মো. হারুন, জিয়াউর রহমান, খায়রুল বশর বাসেক, তারেক সুলতান, মো. সেলিম, সুজাউদ দৌল্লাহ বাবুল, মোহাম্মদ মহসিন, নির্মল দাশ, দেলোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি