চক্ষু হাসপাতালে এডিসমশা নির্মূল অভিযান

62

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এডিস মশা নির্মূলে ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গত ৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. মো. কামরুল ইসলাম এডিস মশা নির্মূলে এই ক্রাশ প্রোগ্রামের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট এন্ড ফ্যাকো সার্জন ডা. রাজীব হোসেন, ডেপুটি ম্যানেজার (এডমিন)মো. রোকনুন চৌধুরী, সহকারী ম্যানেজার (মেডিকেল প্রোগ্রাম) তাপস চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, হাসপাতালের মিডিয়া স্পেশালিস্ট বিশ্বজিৎ পাল, হাসপাতালের সেফটি এন্ড সিকিউরিটির এসেসটেন্ট অফিসার মো. ফয়সাল উদ্দিন, এসেসটেন্ট অফিসার (প্রশাসন) মো. শফিকুল ইসলাম, হাসপাতালের কর্মকর্তা শফিক উদ্দিন প্রমূখ। ক্রাশ প্রোগ্রাম চলাকালে ডা. মো. কামরুল ইসলাম রোগীদের উদ্দেশ্যে বলেন, আমরা যদি সবাই সচেতন হই ডেঙ্গুর বাহক এডিসমুক্ত করা একেবারেই সহজ। নিরাময়যোগ্য রোগ ডেঙ্গু আতঙ্কের কোনো কারণ নেই। জ্বর হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অ্যান্টিবায়োটিকের দরকার নেই। এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মে উল্লেখ করে তিনি বলেন, বাড়ীর আশে-পাশে, বিভিন্ন পাত্রে পানি যাতে জমতে না পারে সে বিষয়ে আমাদের লক্ষ্যে রাখতে হবে। হাসপাতালের কনসালটেন্ট ডা. রাজীব হোসেন বলেন, ডেঙ্গু নিয়ে আতংক নয়, চাই সচেতনতা। এডিসের প্রজননস্থল ধংস করতে হবে। এলিট মশা এডিস স্বচ্ছ পানিতে জন্মে। তাই বাসা-বাড়ীতে, বাসার পাশে এমনকী ছাদ স্বচ্ছ পানি যাতে জমে না থাকে সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এডিস মশা প্রজনন বিস্তার করতে পারবেনা বলে ডা. রাজীব অভিমত পোষন করেন। বিজ্ঞপ্তি