চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন আজ

97

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন আজ। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। গতকাল কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
চকরিয়ায় গতকাল জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। তাপরও নির্বাচনের দিন কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে তার পরিণতি ভয়ঙ্কর হবে।
সকল ভয়ভীতির ঊর্ধে থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আহবান জানিয়ে তিনি আরও বলেন আমরা চাই, সুন্দর ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হোক। গত একাদশ সংসদ নির্বাচনে কক্সবাজারের আট উপজেলায় আড়াই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও এবার শুধুমাত্র চকরিয়া উপজেলায় ১ হাজার একশত পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে চকরিয়া উপজেলায়।
গতকাল রবিবার বিকাল ৩টায় চকরিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, বিজিবির মেজর মো. আনিচ, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাখাওয়াত হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।
পরে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এর আগে সকাল ১১টায় চকরিয়া থানায় নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের ‘ব্রিফিং প্যারেডে’ বক্তব্য রাখেন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় সোমবার অনুষ্ঠিত হবে চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রের ৬৩৪টি বুথে ২ লাখ ৮৪ হাজার ৫৫৫ জন ভোটার লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ লক্ষে রবিবার বিকালে স্ব স্ব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামও পাঠানো হয়েছে।