চকরিয়ায় ৫ হাজার চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

27

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী মৌলানা আব্দুল কাদের চর এলাকায় ব্যক্তি মালিকানাধীন চারমাস বয়সী ৫ হাজার গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল গণির পুত্র ভোক্তভোগী বাগানমালিক মামুনুল গণি মামুন বলেন, সাহারবিল ইউনিয়নের রামপুর মৌজায় আমার মালিকানাধীন দেড় একর জমির উপর লক্ষাধিক টাকা খরচ করে গত ৪ মাস আগে ৫ হাজার আকাশমনি ও শিশু বটগাছ রোপণ করি। রবিবার রাতে দুর্বৃত্তরা আমার রোপণকৃত চারাগাছগুলো কেটে সাবাড় করে দেয়। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্ব শুক্রতার জের ধরে কোরালখালীর একদল চিহ্নিত চোর ও সন্ত্রাসীরা এমন অমানবিক কর্মকান্ড ঘটিয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন মামুনুল গনি মামুন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সাহারবিল ইউনিয়নে চারগাছ নিধনের ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।