চকরিয়ায় সড়ক পরিবহন আইন নিয়ে সভা

28

কক্সবাজারের চকরিয়ায় নতুন সড়ক পরিবহন আইন নিয়ে এক জনসচেতনতামূলক সভা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে অনুষ্ঠিত হয়। চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চিরিংগা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. সেলিম উদ্দিন, মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদুল আলম ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক নেতা কামাল আযাদ। সভায় বক্তারা বলেন, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নতুন সড়ক পরিবহন আইন মেনে চলতে হবে। ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ও তিন চাকার গাড়ি মহাসড়কের উপর দিয়ে চলতে দেয়া যাবেনা। গাড়ি চালানোর ক্ষেত্রে চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিষ্ট্রেশন ও রোড় পারমিট অবশ্যই ঠিক থাকতে হবে। কোন অবস্থাতেই সিগনাললাইট ছাড়া রাস্তায় গাড়ি চালানো যাবেনা।
বক্তারা আরও বলেন, সড়ক পরিবহন আইন মেনে চলতে সারা দেশের ন্যায় চকরিয়াতেও ইতিপূর্বে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। গাড়ি চালানোর সময় মাদক সেবন, মাদক পরিবহন ও চালক কোন অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেনা। সড়কে চালকরা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছেন কিনা তা পরীক্ষা করার জন্য হাইওয়ে পুলিশের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। গাড়ি চালানোর সময় মাদক সেবনের প্রমাণ পেলে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সড়কে দুর্ঘটনা রোধে চালকসহ সবাইকে নতুন সড়ক পরিবহন আইন যথাযথভাবে মেনে চলার আহবান জানান বক্তারা। এসময় পরিবহন শ্রমিক নেতারাও সড়ক পরিবহন আইন যথাযথভাবে মেনে গাড়ি চালানোর অঙ্গিকার করেন।