চকরিয়ায় বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করল প্রশাসন

33

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন জায়গা জবর দখল করে নির্মিত তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের উচ্ছেদ মামলার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে চকরিয়া উপজেলা প্রশাসন ১৮ জুন দুপুরে এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় তিনটি অবৈধ স্থাপনা ভেঙ্গে বিদ্যালয়ের মালিকানাধীন প্রায় ৬০ শতক জায়গা দখলমুক্ত করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাতের নের্তৃত্বে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা এ উচ্ছেদ অভিযান চালায়। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকার ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নামে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৯০ শতক জমি রয়েছে।
এ জমির মধ্যে প্রায় ৬০ শতক জমি জবর দখলে নিয়ে তিনটি অবৈধ বসতি নির্মাণ করে দখলদাররা। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের উচ্ছেদ মামলার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় তিনটি অবৈধ স্থাপনা ভেঙ্গে বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করার পর তা বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এদিকে বিদ্যালয়ের জায়গা দীর্ঘদিন পর দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের লোকজন।