চকরিয়ায় বন্যার স্রোতে পড়ে যুবক নিখোঁজ

70

চকরিয়ায় বন্যার পানির স্রোতে পড়ে মোহাম্মদ রাজু (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবক উপজেলার বিএমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিয়ারচর এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
গতকাল রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জাকরিয়া সড়কের আটারকুম এলাকায় এ ঘটনা ঘটে।
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বলেন, গত এক সপ্তাহ ধরে চকরিয়ায় ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ১৮টি ইউনিয়নের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। বন্যায় বিভিন্ন ইউনিয়নের আভ্যন্তরীণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে এসব ইউনিয়নের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তারপরও লোকজন প্রয়োজনের তাগিদে কোথাও হাঁটু, কোথাও কোমর, কোথাও গলা পর্যন্ত পানি পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়ত করছে। আজ (রবিবার) সকাল সাড়ে দশটার দিকে ইউনিয়নের জাকরিয়া সড়কের আটারকুম এলাকা দিয়ে গলা পরিমাণ পানি পাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ পানির প্রবল স্রোতে পড়ে ভেসে যায় মো. রাজু নামে এক যুবক। স্থানীয় লোকজন প্রায় দুইঘণ্টা ধরে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালায়। পরে ব্যর্থ হয়ে ফিরে আসে তারা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জাকরিয়া সড়কের আটারকুম এলাকায় বন্যার পানির স্রোতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করা হয়। নিখোঁজ যুবককে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।