চকরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর

82

কক্সবাজারের চকরিয়ায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত এসব সরঞ্জাম হস্তান্তর করেন উপজেলা শিক্ষা অফিস। এ উপলক্ষে এক অনুষ্ঠান সোমবার সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার (এটিও) গোলাম কিবিরিয়া, আবু জাফর, বিকাশ ধর ও শাহরিয়া সোলতানা।
চকরিয়া উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শতভাগ মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিতকরণের লক্ষে সোমবার সকালে চকরিয়া উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্কিন, সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এ পর্যন্ত ১২১টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট বিদ্যালয়গুলোতে শীঘ্রই মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর করা হবে। উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা আরও বলেন, এখন থেকে বিদ্যালয়ের শিক্ষকরা শতভাগ মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিকে শিক্ষার্থীদের পাঠদান করবেন।
অনুষ্ঠানে উপজেলার ৭১টি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয় সমূহের স্ব স্ব প্রধান শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তারসহ অন্যান্য অতিথিরা।