চকরিয়ায় ট্যাক্সি উল্টে যাত্রী নিহত

41

কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত ট্যাক্সি উল্টে জাহাঙ্গীর আলম (৫০) নামের এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইযাত্রী আহত হয়। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার একতা বাজার-পেকুয়া-মগনামা সড়কের বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামের মৃত নজির আহামদের ছেলে। তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলরত একটি বাসের সুপারভাইজার ছিলেন। সোমবার রাতে একতা বাজার রাস্তার মাথা থেকে পেকুয়ায় বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আজম বলেন, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার রাস্তার মাথা থেকে পেকুয়া অভিমুখী সিএনজিচালিত একটি অটোরিকশা পহরচাঁদা মাদ্রাসা গেইট এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় অটোরিকশার যাত্রী জাহাঙ্গীর আলম নিহত হন। নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামের মৃত নজির আহামদের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।